কাপ্তাইয়ে বিদেশি সিগারেট ভর্তি গাড়িসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি) অভিযানে অবৈধভাবে গাড়িভর্তি বিদেশি সিগারেট পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সাড়ে বাড়টায় দিকে কাপ্তাই হতে একটি টযোটাকার ভর্তি করে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইলসহ পাচারকারী মো. হুমায়ন কবির চৌধুরী প্রকাশ হিরোকে আটক করে।
জব্দ সিগারেটের আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা ১১ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম মো. হুমায়ন কবীর চৌধুরী প্রকাশ হিরু (৩৪)। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মো. আক্তার হোসেনের ছেলে এবং জব্দ প্রাইভেটকারের চালক।
কাপ্তাই থানা পুলিশ ও বিজিবি জানায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ওয়াগ্গা ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন চেক পোস্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গাড়িযোগে পাচারকালে ৪৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল ও টয়োটা গাড়িসহ হুমায়ন কবীর চৌধুরী হিরুকে আটক করা হয়।
এ বিষয়ে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘জব্দ গাড়ি ও মালামালসহ আটক ব্যক্তিকে বিকেলে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি)জানান,বিকালে ৪১বিজিবি একজন আসামি, একটি গাড়িসহ বিদেশী সিগারেটসহ থানায় দেয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাসহ রাঙামাটি আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
বিআলো/শিলি