কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে অধিনায়কের বিদায় সংবর্ধনা
আব্দুল হাই খোকন: বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই-এর গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম-এর অধিনায়ক কমডোর আমানতউল্ল্যাহ (জি) এনইউপি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ই জানুয়ারি) দুপুর ১২টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গণে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অধিনায়ক কমডোর আমানতউল্ল্যাহ, নবাগত অধিনায়ক সুমন হায়দার, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ এবং উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম।
বক্তারা বিদায়ী অধিনায়কের দায়িত্বকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এ সময় গভর্নিং বডির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, নৌঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



