• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাপ্তাই ৪১ বিজিবি সীমান্ত সুরক্ষা ও জনকল্যাণে বদ্ধপরিকর 

     dailybangla 
    29th Dec 2025 5:08 pm  |  অনলাইন সংস্করণ

    আবদুল হাই খোকন, পার্বত্য চট্টগ্রাম: কাপ্তাই ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কাওসার মেহেদী রোববার (২৮ ডিসেম্বর) একটি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী দায়িত্বেও নিয়োজিত।

    তিনি বলেন, “বিজিবি দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত এবং জরুরি পরিস্থিতিতে সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছে।”

    দক্ষিণ-পূর্ব রিজিয়নের ৫৪০ কিমি দায়িত্বশীল সীমান্ত এলাকায় বিজিবি মোট ১৩টি ব্যাটালিয়ন দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এই অঞ্চলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি অগ্রণী ভূমিকা পালন করছে।

    ২০১৫ সাল থেকে ২৯ জন আসামিসহ মোট ২৮ কোটি ৩০ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। এছাড়া অপ্রচলিত ও দেশীয় অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করা হচ্ছে।
    লেফটেন্যান্ট কর্নেল মেহেদী আরও জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে বিশেষ অভিযান ও টহল চালিয়ে যাচ্ছে।

    বিশেষ করে দুর্গম এলাকায় দরিদ্র পাহাড়ি ও বাঙ্গালি জনগণকে শিক্ষা, স্বাস্থ্য, শীতবস্ত্র ও কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে সাহায্য করা হচ্ছে। বরকল সীমান্ত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ২৭১৮ জন স্থানীয় ও বিজিবি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
    তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করবে। প্রতিটি বিওপি ক্যাম্প জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করছে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031