• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাফনের কাপড়ে কসবা-আখাউড়ায় গণমিছিল: কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়নের দাবিতে লক্ষাধিক মানুষের সমাবেশ 

     dailybangla 
    13th Nov 2025 11:15 pm  |  অনলাইন সংস্করণ

    জ, ই বুলবুল: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কসবা উপজেলায় ব্যাপক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় সদস্য ও গুম ফেরত নেতা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভ করেন।

    গত ১২ নভেম্বর বিকেলে কসবা উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো ঘুরে একটি বিশাল সমাবেশে পরিণত হয়। অংশগ্রহণকারীরা কাফনের কাপড় পরিহিত অবস্থায় এই মিছিলে অংশ নেন— যা স্থানীয় রাজনীতিতে একটি শক্তিশালী প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

    মিছিলে ছিলেন:
    কসবা উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বার অ্যাসোসিয়েশনের পিপি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, উপজেলা সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এবং দশটি ইউনিয়নের নেতৃবৃন্দ।

    বক্তাদের বক্তব্য:
    বক্তারা মনোনয়ন প্রক্রিয়ায় ৯৩ বছর বয়সী মোহাম্মদ মুশফিকুর রহমান-এর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, মুশফিকুর রহমান গত ১৭ বছর ধরে এলাকায় আসেননি, স্থানীয়দের সাথে কোনা যোগাযোগ রাখেননি এবং তার বিরুদ্ধে একাধিক বিতর্ক রয়েছে:

    • তিনি দেশ টিভি অন্যায়ভাবে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছেন।

    • তার ব্যক্তিগিত সহকারী (পিএস) মোহাম্মদ আরিফ ২৫০ কোটি টাকার দুর্নীতির মামলায় বর্তমানে কারাগারে।

    • এমপি থাকাকালীন তার বিরুদ্ধে ‘১০ শতাংশ কমিশন বাণিজ্য’ এর অভিযোগ শোনা গেছে।

    কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষের যুক্তি:
    বক্তারা কবীর আহমেদ ভূঁইয়াকে একজন ত্যাগী ও জনসংগঠক হিসেবে অভিহিত করে বলেন:

    • বিএনপির কঠিন সময়ে তিনি নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, জেলে থাকা কর্মীদের পরিবারকে আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছেন।

    • তার প্রতিষ্ঠিত ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন-এর মাধ্যমে বন্যা, কোভিড-১৯ সহ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম চালানো হয়েছে।

    • নিয়মিত হতদরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

    • কৃষি, মৎস্য, যুব উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছেন।

    • বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    তৃণমূলের চূড়ান্ত অবস্থান:
    মিছিলে অংশগ্রহণকারীরা একসাথে স্লোগান দেন, “কবীর আহমেদ ভূঁইয়ার বিকল্প কাউকে আমরা মেনে নেব না।” তাদের দাবি, এই ত্যাগী ও জনবান্ধব নেতার হাতেই আসনে বিএনপির জয় নিশ্চিত হবে।

    রাজনৈতিক প্রভাব:
    কসবা-আখাউড়া জুড়ে এই গণমিছিল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়রা মনে করেন, গত ১৭ বছর ধরে তারা আইনমন্ত্রী আনিসুল হক-এর মাধ্যমে “আওয়ামী দুশাসনে” নির্যাতিত হচ্ছেন। মুশফিকুর রহমানের শাসনামলের অভিজ্ঞতার পর এখন তারা কবীর আহমেদ ভূঁইয়াকেই নিরাপদ ও যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

    হুশিয়ারি: স্থানীয় নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি মনোনয়ন পুনর্বিবেচনা করা না হয়, তাহলে তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন, যা দলীয় উচ্চপর্যায়ে নতুন চিন্তার উদ্রেক করবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930