কামরাঙ্গীরচরের একাংশ ঢাকার অন্য আসনে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
এফ এইচ সবুজ: ঢাকার কামরাঙ্গীরচরের একাংশকে (৫৫ নম্বর ওয়ার্ড) ঢাকা ৭ আসন থেকে বাদ দিয়ে ঢাকা ১০ আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। খসড়া প্রকাশের পর থেকেই এই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছেন এলাকাবাসী।
‘আমরা ১০ এ যেতে চাই না, ৭ এ থাকতেই চাই’-এই দাবিতে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকার শতাধিক বাসিন্দা। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত বাস্তবতা ও জনগণের ইচ্ছার পরিপন্থি।
বিক্ষোভকারীরা বলেন, ভৌগোলিক, সামাজিক ও প্রশাসনিক দিক থেকে কামরাঙ্গীরচরের এই অংশ পুরান ঢাকার বিশেষ করে লালবাগ, চকবাজার, বংশাল এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কযুক্ত। এখানকার মানুষের জীবনযাত্রা, ব্যবসা, চিকিৎসা ও শিক্ষাকেন্দ্রিক যোগাযোগ পুরান ঢাকা ভিত্তিক।

স্থানীয় বাসিন্দা হাজী মো. সাইফুল ইসলাম বলেন, আমরা আমাদের এমপিকে চিনি, জানি। সহজে দেখা করতে পারি। হঠাৎ করে ঢাকা ১০ এ দিলে নতুন এমপিকে খুঁজে পাওয়া, সমস্যার কথা বলা সবই কঠিন হয়ে যাবে।
উন্নয়নবঞ্চিত এলাকাকে আরো পেছনে ঠেলে দেওয়ার আশঙ্কা : এলাকাবাসী বলেন, কামরাঙ্গীরচর এমনিতেই পিছিয়ে থাকা এলাকা। সরু রাস্তাঘাট, দুর্বল পানি নিষ্কাশন, স্বাস্থ্যসেবার ঘাটতি ও ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এসব সমস্যা আগে থেকেই আছে। এখন যদি এই এলাকার একটি অংশ মূল আসন কাঠামোর বাইরে চলে যায়, তাহলে উন্নয়নের বৈষম্য আরো বাড়বে।
৫৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দ্বিন ইসলাম বলেন, আমরা এখনও গ্যাস পাই না, রাস্তাগুলোও খারাপ। ভালো স্কুল নেই। এই অবস্থায় যদি আমাদের ঢাকা ১০ এ পাঠানো হয়, তাহলে তো আরো অবহেলিত হয়ে পড়ব।
রাজনৈতিক প্রশাসনিক সমন্বয়ের শঙ্কা : কামরাঙ্গীরচরের রাজনৈতিক নেতারা বলছেন, আসন পুনর্বিন্যাস হলে প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয় নষ্ট হয়ে যাবে। আগে স্থানীয় এমপি ও কাউন্সিলরের সঙ্গে সমন্বয় করে অনেক সমস্যার সমাধান হতো।
এখন সেই কাঠামো ভেঙে যাবে। কামরাঙ্গীরচর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. আব্দুর রশিদ বলেন, এই এলাকার জন্য আলাদা পরিকল্পনা দরকার। অথচ আমাদের বাদ দিয়ে বাইরে পাঠানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। এতে জনগণের সঙ্গে রাষ্ট্রের দূরত্ব আরো বাড়বে।
এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মো. সামির, সদস্য সচিব, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি; মো. পারভেজ মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি; মো. খায়ের উদ্দিন খায়ের, যুগ্ম আহ্বায়ক, ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি; হাজী মো. আওলাদ হোসেন বাশার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক, কামরাঙ্গীরচর থানা বিএনপি ও মো. আশরাফ উদ্দিন বুদ্দু, স্থায়ী বাসিন্দা, কামরাঙ্গীরচর।
বিআলো/এফএইচএস