• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কামরাঙ্গীরচরে পুলিশের লুন্ঠিত অস্ত্র সহ মালামাল উদ্ধার 

     dailybangla 
    13th Aug 2024 10:11 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ লালবাগ ও কামরাঙ্গীরচর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করেছেন সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক যুগ্ন-আহব্বায়ক মনির হোসেন।

    আজ, ১৩ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ জুবায়েরের কাছে অস্ত্র ও অন্যান্য মালামালগুলো হস্তান্তর করেন তিনি। উদ্ধারকৃতর মধ্যে, লালবাগ থানার একটি রিভলবার, কামরাঙ্গীরচর থানার একটি হ্যান্ডকাপ, দুইটি মনিটর, একটি ইউপিএস ও একটি ফ্যান রয়েছে।

    এই বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের সহযোগিতায় চেয়ারম্যান এ অস্ত্র ও মালামাল উদ্ধার করেন। তবে ঘটনার দিন কী পরিমাণ অস্ত্র ও মালামাল লুট হয়েছে, সে হিসাব দিতে পারেননি মহানগর পুলিশের কর্মকর্তা।

    উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে লালবাগ ও কামরাঙ্গীরচর সহ বিভিন্ন থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র-গুলি লুট করে দুর্বৃত্তরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930