• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট: ধর্ম উপদেষ্টা 

     dailybangla 
    15th Jul 2025 7:02 pm  |  অনলাইন সংস্করণ

    চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শনে তিনি বলেন, ‘কারাগার সংশোধনের জায়গা, শুধু শাস্তির নয়

    নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি বলেন, একজন ব্যক্তিকে গ্রেফতার করা মানেই তিনি অপরাধী-এমনটি নয়। অনেক সময় মিথ্যা মামলায়ও মানুষ আটক হন, সামাজিক কারণেও কেউ কেউ জেল খাটছেন। যতক্ষণ পর্যন্ত আদালত কাউকে দোষী সাব্যস্ত না করে, ততক্ষণ তাকে অপরাধী বলা যাবে না।

    মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    ব্রিটিশ আমলের এই কারাগারে আবাসন সংকটের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, আসামিদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। নতুন একটি ইউনিট চালুর মাধ্যমে স্থান সংকুলান করা সম্ভব বলে আমরা মনে করি।

    ধর্ম উপদেষ্টা বলেন, কারাগারে মুসলমান কিংবা হিন্দু—কোনো ধর্মের জন্যই উপাসনার জায়গা নেই। এটা খুবই দুঃখজনক। অন্তত দুটি কক্ষে উপাসনার ব্যবস্থা থাকা দরকার। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

    ধর্ম ও নৈতিক শিক্ষার প্রসারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়ে তিনি বলেন, কারাবন্দিদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করলে তাদের অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

    আদালতে ডিজিটাল হাজিরা এবং দর্শনার্থীদের জন্য অনলাইনে সময়সূচি জানার সুযোগ নিশ্চিত করাসহ কারাগারের আধুনিকীকরণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন টিপু সুলতান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম এবং বেসরকারি কারা পরিদর্শকরা।

    পরবর্তীতে আন্তঃমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে ধর্ম উপদেষ্টা বিভাগীয় বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930