নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের ঘটনাটি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
বৈঠক শেষে সিদ্ধান্ত হয়-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, যাতে নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল বা সমাবেশ জনশৃঙ্খলা বিঘ্নিত না করতে পারে।
বিআলো/এফএইচএস