কালকিনিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিন লাখ টাকা জরিমানা আদায়
dailybangla
12th Sep 2025 8:55 pm | অনলাইন সংস্করণ
মোঃ হেমায়েত হোসেন খান: মাদারীপুরের কালকিনির আইডিয়া খাঁ নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। এঘটনার বিষয়ে শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলার প্রশাসন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন।
এবিষয়ে উপজেলা প্রশাসন জানান, আড়িয়াল খাঁ নদের তীরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এমভি বার্জ রেসার-২ এর চালক মোতাহার কে আটক করে মোবাইল কোর্টে নগদ ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে নগদ টাকা আদায় করা হয়। এ সময় কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ