কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দুপুরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অভিযোগ ও দলীয় সুত্রে জানাগেছে, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু করে মাছ বাজারের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা মিছিলের পিছনের দিকে ৩/৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো মাছ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাদশা শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. স্বজল আহম্মেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ