কালকিনিতে ধর্ষণ ও মানবপাচার সহ ১০ মামলার আসামি গ্রেফতার
dailybangla
15th Aug 2025 11:44 pm | অনলাইন সংস্করণ
হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মানবপাচার, ধর্ষণ ও বিস্ফোরক মামলার পলাতক আসামী সবুজ মৃধাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে কালকিনি থানায় ৩টি ধর্ষণ, ৩টি বিস্ফোরক ও ২টি মানবপাচারসহ মোট ১০টি মামলা রয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে র্যাব-৪ এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা ১২টায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিআলো/তুরাগ