কালাইয়া বন্দরে ৩১ দফা প্রচারণায় ব্যস্ত বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেন
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল: পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–দপ্তর সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মুহম্মদ মুনির হোসেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে তিনি কালাইয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে স্থানীয় জনসাধারণের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফার প্রচারপত্র তুলে দেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।
গণসংযোগ চলাকালে মুনির হোসেন বলেন, “দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফাই হচ্ছে জাতীয় পুনর্গঠনের রূপরেখা। জনগণ যদি সুযোগ দেয়, বাউফলের উন্নয়নকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চাই।”
এসময় তাঁর সঙ্গে ছিলেন—বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র এটিএম মিজানুর রহমান খোকন, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন তুহিন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির আহম্মেদ পঞ্চায়েত, কাছিপাড়া আব্দুর রশিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্য সচিব প্রভাষক নাইম শিকার তারেক, মো. এমদাদ হোসেন, মো. বাদল মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় এই নেতার গণসংযোগে এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরদার হয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
বিআলো/ইমরান



