কালিয়াকৈরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মেদীআশুলাই এলাকায় ঐতিহ্যবাহী গোলবাহার মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ ও পৃষ্ঠপোষকতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সামসুল হক পালোয়ান। উক্ত খেলায় অংশগ্রহণ করে কালিয়াকৈর সেলেব্রেটি একাদশ বনাম ২নং চাপাইর ইউনিয়ন একাদশ।
কালিয়াকৈর সেলেব্রেটি একাদশের অধিনায়ক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ ও ২নং চাপাইর ইউনিয়ন একাদশের অধিনায়ক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সামসুল হক পালোয়ান। খেলায় ২নং চাপাইর ইউনিয়ন একাদশ ২-১ গোলে কালিয়াকৈর সেলেব্রেটি একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ পালোয়ান, বিএনপি নেতা সামাদ মন্ডল, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রপান্তর উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ রিপনসহ বিএনপির নেতাকর্মী, খেলা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় ম্যান অফ দা ম্যাচের পুরস্কার গ্ৰহণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ।
বিআলো/ইমরান