কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই ঃ প্রফেসর নাগিব হোসেন
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনে কলস প্রতীক পাওয়া স্বতন্ত্র প্রার্থী জিয়া পরিষদ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেন বলেছেন, কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই। তৃণমূলের জনগণই হবে আমার চালিকা শক্তি।
কালিয়া তথা নড়াইলের সঙ্গে আমার আত্মার, আবেগের ও ভালবাসার সম্পর্ক। মা, মাটি ও মানুষের সঙ্গে আমি আজীবন মিশে থাকতে চাই। দুর্নীতি, অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি গত রবিবার সন্ধ্যায় কালিয়া বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফ, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল করিম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক স ম ইকরাম রেজা, শ্রমিকদল নেতা মো. দেলোয়ার হোসেন দিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী বি.এম নাগিব হোসেনের সমর্থনে এদিন বিকেলে ছোট কালিয়া থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি কালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এলাকার রাস্তাঘাট ও কালিয়া সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু, নড়াগাতি কলেজের মানোন্নয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও ভূমিদস্যুদের অপতৎপরতা বন্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় ও প্রবাসী ভোটারদের কলস প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন আরও বলেন, বিএনপি দলীয় নমিনেশন না পেয়ে তৃণমূল মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
আমি এমপি নির্বাচিত হলে কালিয়াসহ আমার নির্বাচনী এলাকাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাট, বারইপাড়াঘাটের নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন, মহাজন-বড়দিয়া ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেতু নির্মাণ, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধিসহ চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিল্প কলকারখানা স্থাপনপূর্বক বেকার সমস্যার সমাধান, দুর্নীতি নির্মূল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মুসলিম ও সনাতনধর্মালম্বীসহ অন্যান্য ধর্মালম্বীদের শান্তিপূর্ণ সহ-অবস্থান, স্বনির্ভরতা এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবো। অবহেলিত নড়াইলে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জোর চেষ্টা করবো।
বিআলো/আমিনা



