কালিহাতীতে আগুনে কাঠের ফার্নিচার দোকান পুড়ে ছাই
নূর নবী (রবিন), টাঙ্গাইল উত্তর: টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঠের ফার্নিচার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (রাত) কালিহাতী বল্লা রোডে অবস্থিত অপু নকশি কুটি টিম্বার অ্যান্ড ডোর নামের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানের মালিক নিরঞ্জন সূত্রধর জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা বিভিন্ন ধরনের কাঠ ও তৈরি করা ফার্নিচার পুড়ে যায়। তার দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালিহাতী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, তারা রাত ১০টা ৫ মিনিটে সংবাদ পেয়ে ১০টা ১৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর মধ্যরাত ১টা ৩৭ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রাসেল মিয়ার নেতৃত্বে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১২ জন ফায়ার ফাইটার আগুন নির্বাপণ কাজে অংশ নেন।
বিআলো/তুরাগ



