কালিহাতীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নূর নবী রবিন, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া বাজারে বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহামেদ টিটো। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে তৃণমূলের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। তিনি বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করতে হবে। আমাদের সাংগঠনিক শক্তি গড়ে তুলতে হবে তৃণমূল থেকেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সহ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিমদল, মৎস্যজীবী দলের নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদার, বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান তালুকদার লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাবিল শাহরিয়ার নাহিদ। সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী।
সমাবেশে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতার গতি বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা।
বিআলো/এফএইচএস