• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কালিহাতীতে মরহুম শফিকুল ইসলাম তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    13th Sep 2025 5:10 pm  |  অনলাইন সংস্করণ

    নূর নবী (রবিন), টাঙ্গাইল উত্তর: কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম তালুকদারকে স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে কালিহাতী পৌরসভার সামনে অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, পৌর বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

    আলোচনায় বক্তারা মরহুম শফিকুল ইসলাম তালুকদারের রাজনৈতিক জীবন, সামাজিক অবদান ও দলের প্রতি তার নিষ্ঠার কথা স্মরণ করেন। পরিশেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930