কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত
নূর নবী (রবিন) টাঙ্গাইল উত্তর: কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কালিহাতী অডিটোরিয়ামে সাম্যের পথে সামাজিক সংস্থা আয়োজনে ৭৭ টি বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানটি সাম্যের পথে সভাপতি সাবিনা আহামেদ সভাপতিত্বে উদ্বোধন করেন, টাঙ্গাইল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট বেনজির আহামেদ টিটো।
অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. এস এম আব্দুল আউয়াল। এ সময় ছিলেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ।
এসো পুরুষ এসো নারী সবাই মিলে দেশ গড়ি এ স্লোগানে সামনে রেখে সাম্যের পথ সামাজিক সংস্থা এক ঝাক তরুনদের নিয়ে এই সংগঠন বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত হয়।
অনুষ্ঠানটি সাম্যের পথে সাধারণ সম্পাদক মালিহা আক্তার তাসলিম সঞ্চালনা করেন।
বিআলো/তুরাগ