কালিহাতীতে একযোগে ১৭০টি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
নূর নবী (রবিন), টাঙ্গাইল: “একটি শিশু, একটি স্বপ্ন—ফুলের সঙ্গে বিকশিত হোক আগামীর প্রজন্ম” স্লোগান সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এবং কালিহাতী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সাতুটিয়া, খিলদা ও ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কুলসুম সোলায়মান, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল খান, সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা নাসরিন, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল, ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “জেলা প্রশাসক শরিফা হকের সার্বিক তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু প্রজাতির ৪ হাজার ৮৬৯টি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কালিহাতীতে ১৭০টি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। উন্নয়নের নামে বৃক্ষ নিধন, বনভূমি উজাড় ও জলাশয় ভরাট বন্ধ করতে হবে। প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ অন্তর্ভুক্ত করা আবশ্যক।”
বিআলো/তুরাগ