কালীগঞ্জে বিএনপির সংঘর্ষে নিহত ২, উপজেলা কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং দুই নেতাকে সাময়িক বহিষ্কারের ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। সংঘর্ষে দুজনের মৃত্যু এবং বাড়িঘরে ভাঙচুরের মতো সহিংস ঘটনার প্রেক্ষিতে জেলা বিএনপি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে
বৃহস্পতিবার (১২ জুন) জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেনকে (মুহুরী) দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত অন্য কেউ যদি থাকে, অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও দুই নেতার সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ জুন কালীগঞ্জ উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত মহব্বত আলী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজন সহোদর ছিলেন। চাঞ্চল্যকর ওই ঘটনার জেরে উভয় পক্ষের বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি আমলে নিয়ে দলীয় উদ্যোগে তদন্ত শুরু করে জেলা বিএনপি।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিন ধরে চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে জেলা বিএনপি।
বিআলো/সবুজ