‘কালো টাকা’ নিয়ে জমিয়ত নেতা মনির কাসেমীর স্ট্যান্টবাজি
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী নির্বাচনে ‘কালো টাকা’ প্রসঙ্গ তুলে গণমাধ্যমের সামনে রীতিমতো স্ট্যান্টবাজি করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন নির্বাচনে কয়েকজন প্রার্থী কালো টাকার ছড়াছড়ি করছেন। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি দাবি করেন, “আমি কোনো শিল্পপতি নই। আমার টাকার জোর কম। কিন্তু আমার একটি ভালো মন আছে এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। আমার চেয়ে অন্যরা টাকার কুমির। কানে আওয়াজ আসতেছে—তারা টাকার ছড়াছড়ি করছে।”
তবে তার এ বক্তব্যের বিষয়ে গণমাধ্যমকর্মীরা সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ জানতে চাইলে তিনি কিছুটা অবস্থান পরিবর্তন করেন। তখন তিনি বলেন, “কানে অনেক কথাই আসে, কিন্তু সব কথা তো আর বিশ্বাস করতে চাই না। যদি অথেনটিক কোনো প্রমাণ আসে, তাহলে অবশ্যই নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাব।”
মনির হোসাইন কাসেমীর এ ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল বা প্রচারণামূলক বক্তব্য হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, প্রমাণ ছাড়া এমন মন্তব্য নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিআলো/তুরাগ



