• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের ছেড়ে না দেওয়ায় পুলিশকে নিষ্ক্রিয় করতে মিথ্যা অপপ্রচার 

     dailybangla 
    03rd Jul 2025 2:41 am  |  অনলাইন সংস্করণ
    মো.আনোয়ার হোসেন:  গাজীপুর মহানগরীর কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের ছেড়ে না দেওয়ায় পুলিশকে নিষ্ক্রিয় করতে মাদক ব্যবসায়ীর পরিবারের লোকজন কাশিমপুর থানা পুলিশের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার করার অভিযোগ উঠেছে। গত শনিবার (২৮ জুন) রাত পৌনে ১২ টায় চিহ্নিত ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ছেড়ে না দেওয়ায় এ অপপ্রচার করার ঘটনা ঘটে।
    গ্রেফতারকৃতরা হলো- কাশিমপুর থানার সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেট এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৮) এবং রংপুর জেলার পীরগাছা থানার অন্যদানগর এলাকার মৃত তৈয়বুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৫), সে কাশিমপুর থানার সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। এছাড়াও পুলিশ মোঃ মিজানুর রহমান জুয়েল, মোঃ বাবু মিয়া, মোঃ ফরিদ মিয়া, মোঃ মানিক মিয়াসহ মোট ৬ জনকে মাদকসহ গ্রেফতার করে।
    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি অপরাধ উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই শিবলু মিয়া সঙ্গীয় এসআই বিশ্বজিৎ মজুমদার, এএসআই মোঃ খসরুল আলম ও রুস্তুম আলী সঙ্গীয় ফোর্সসহ সারদাগঞ্জ এলাকার সাধুনগর তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত সাক্ষী একই এলাকার বাসিন্দা মোঃ সোলায়মান ও মোঃ রফিকুল ইসলামের সামনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিজ দখল থেকে ২৭ গ্রাম হেরোইন ও ১২০  পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করে এবং পুলিশ নিরপেক্ষ সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে জব্দতালিকা প্রস্তুত করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)/১০(ক)/৪১ ধারায় গত রবিবার (২৯ জুন) কাশিমপুর থানায় ১৪ নং মামলাটি রুজু হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে আসামীদের আদালতের সোপর্দ করা হয়।
    স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এই মামলায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আমিনুল ও দেলোয়ারের পরিবারের লোকজন গণমাধ্যমে নির্বিঘ্নে মাদক কারবার করার জন্য পুলিশকে নিষ্ক্রিয় করতে এসআই শিবলুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করে। এলাকার সুশীল সমাজ এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন। গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে মাদক কারবারীরা বিভিন্ন প্রলোভন দেখালেও পুলিশ আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা ক্ষীপ্ত হয়ে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার করছে। কাশিমপুর থানায় মাদক নির্মূলে পুলিশের তৎপরতার কারণে প্রশংসিত হয়েছে। এসআই শিবলু থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে আতঙ্ক। একারণে কতিপয় দুষ্কৃতিকারী, অপরাধ জগতের নিয়ন্ত্রক, মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতারা সুপরিকল্পিতভাবে এসআই শিবলুকে সরিয়ে দেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে গণমাধ্যমে প্রতিবেদকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। ঘুষ গ্রহণ বা অর্থ লেনদেনের বিষয়ে স্থানীয় এলাকাবাসীসহ মামলার স্বাক্ষীরা কেউ কিছু জানে না।
    এবিষয়ে এই মামলার জব্দতালিকার সাক্ষী সোলেমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করছে। উনার সামনেই পুলিশ আসামীদের কাছ থেকে মাদক উদ্ধার করেছে। এমনকি ঘুষ গ্রহণের বিষয়ে উনি কিছু জানে না।
    এ বিষয়ে জানতে কাশিমপুর থানার এসআই শিবলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে উনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিডি মূলে বিধি মোতাবেক মাদকসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের ছেড়ে না দেওয়ায় পুলিশকে নিষ্ক্রিয় করতে ঘুষ গ্রহণের অভিযোগের পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ব্যতীত গণমাধ্যমে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে।
    এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঘুষ গ্রহণের বিষয়ে কেউ অভিযোগ করতে থানায় আসেনি। এমনকি উনাকে এবিষয়ে কেউ জানায় নি। পুলিশ বিধি মোতাবেক আসামী গ্রেফতার করেছে।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031