কিপটা জামাই সুন্দরী বউ – ইউটিউবে নতুন হাসির ঝলক
বিনোদন ডেস্ক: সম্প্রতি ইউটিউব চ্যানেল SAP Entertainment-এ প্রকাশ পেয়েছে এক ঘণ্টার পারিবারিক হাস্যরসাত্মক নাটক ‘কিপটা জামাই সুন্দরী বউ’। নাটকটি রচনা করেছেন সোহেল রানা এবং পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। প্রযোজনা করেছেন সামসুল আলম।
নাটকে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তন্ময় সোহেল ও ফারজানা মিহি। তন্ময় অভিনয় করেছেন কিপটা স্বামীর চরিত্রে, যাঁর কৃপণতার কারণে সুন্দরী স্ত্রীর সঙ্গে সম্পর্কে শুরু হয় নানা জটিলতা ও হাস্যকর ঘটনা। মিহির চরিত্রেও ছিলো প্রাণবন্ত অভিনয়ের ছাপ।
বিশেষ আলোচনায় রয়েছেন হেদায়েত উল্লাহ তুর্কী, যিনি দুলাভাইয়ের চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। নাটকে আরও আছেন সাহেলা আক্তার, নাবিলা চৌধুরী এবং প্রযোজক-অভিনেতা সামসুল আলম।
গল্পে দেখা যায়, কিপটা স্বামীর কারণে সংসারে একের পর এক অপ্রত্যাশিত ও মজার ঘটনা ঘটতে থাকে। মজার সংলাপ, বাস্তবধর্মী চরিত্র এবং পারিবারিক কনফ্লিক্টের মাধ্যমে নাটকটি দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত বেঁধে রাখে।
হাস্যরসপ্রিয় দর্শকদের জন্য এটি হতে পারে এক চমৎকার বিনোদনের সন্ধান।
বিআলো/এফএইচএস