কিবরিয়া হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি আমিনুল হকের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পল্লবী সেকশন-১২ এলাকার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির ভেতরে বসে থাকা অবস্থায় তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
আমিনুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

তিনি আরও জানান, কারা বা কোন উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত খুব কাছ থেকে কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে সাত রাউন্ড গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনা ছড়িয়ে পড়ার পর পল্লবী, মিরপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। বিস্তারিত তদন্ত চলছে। কারা জড়িত তা জানতে সময় লাগবে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়।
বিআলো/এফএইচএস



