• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কিয়ার স্টারমার-ড. ইউনূস বৈঠক অনিশ্চিত: প্রেস সচিব 

     dailybangla 
    11th Jun 2025 11:00 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো নির্ধারিত সূচি এখনো হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    মঙ্গলবার (১০ জুন) লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যেটা জানতে পারছি, তিনি (কিয়ার স্টারমার) সম্ভবত কানাডায় আছেন, কানাডা সফর করছেন। আজ একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এসেছিলেন, তিনিই এ তথ্য জানিয়েছেন।”

    তবে প্রেস সচিব জানান, বৈঠকের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। “এরপরও তারা চেষ্টা করছেন। যদি সময় ও সূচি মিলে যায়, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে,” বলেন শফিকুল আলম।

    এর আগে স্থানীয় সময় সকাল ৭টায় চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে তিনি সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে যান।

    সফরের প্রথম দিনই ব্যস্ত কর্মসূচি পালন করেন ড. ইউনূস। দুপুর ১২টায় ডরচেস্টার হোটেলে তার সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি বৈঠক করেন স্কটল্যান্ডভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে।

    বেলা ২টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ইউনূস।

    এরপর বিকেলে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930