কিশোরগঞ্জের খুদে ফুটবলার জিসানের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রতিভাবান খুদে ফুটবলার শফিকুল ইসলাম জিসানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক জাতীয় দলের গোলরক্ষক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোমবার বিকেলে জিসানের গ্রামের বাড়িতে গিয়ে এ ঘোষণা দেন যে, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। খেলাধুলা ও পড়াশোনার যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে।
জিসানের হাতে খেলার সামগ্রী ও আর্থিক অনুদান
অনুষ্ঠানে আমিনুল হক জিসানের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী তুলে দেন। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করা হয়।
প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বিশেষ প্ল্যাটফর্ম
আমিনুল হক বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য জিসান, সোহান, রিয়াদ ও দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের একটি প্ল্যাটফর্মে আনা হবে। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে এই খেলোয়াড়দের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব রাষ্ট্র বহন করবে। তিনি যোগ করেন, দল-মত নির্বিশেষে খেলাধুলাকে ছড়িয়ে দিতে বিএনপি সবসময় কাজ করছে এবং সরকারে না থেকেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও তরুণ প্রতিভা অন্বেষণ কার্যক্রম চালাচ্ছে।
তারেক রহমানের ব্যক্তিগত সহায়তা
ফুটবলপ্রেমী জিসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে আমিনুল হক জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে জিসান ও তার পরিবারের সহায়তার দায়িত্ব নিয়েছেন। শুধু জিসান নয়, তার পরিবারকেও মাসিক ভিত্তিতে সহযোগিতা করা হবে। দেশের প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে তারেক রহমান সবসময় থাকবেন বলে আশ্বাস দেন তিনি।
স্থানীয় নেতাদের উপস্থিতি
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে জিসান ও তার পরিবারকে অভিনন্দন জানান।
জিসানের স্বপ্ন
নিজের স্বপ্নের কথা জানিয়ে জিসান বলেন, “একদিন আমি বাংলাদেশ জাতীয় দলে খেলব এবং দেশের মুখ উজ্জ্বল করব।”
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি
আমিনুল হক আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় এলে “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ চালু হবে এবং প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে।
বিআলো/তুরাগ