কুড়িগ্রামে তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি, শীতে স্থবির জনজীবন
dailybangla
04th Dec 2025 10:43 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে। ভোরের কুয়াশা, ঠান্ডা বাতাস আর কম তাপমাত্রায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মাঠে-ঘাটে কাজ করতে বের হওয়া শ্রমজীবীদের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠেছে।
কুয়াশার ঘনত্ব এত বেশি যে সকাল হয়েও সড়কে গাড়ি চলতে হেডলাইট জ্বালাতে হচ্ছে। স্থানীয়দের অনেকে জানান, ঠান্ডায় বাইরে বের হওয়া কঠিন হলেও জীবিকার প্রয়োজনে বাধ্য হয়েই বের হতে হচ্ছে।
রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ও সকালে ঠান্ডা আরও বাড়তে পারে।
বিআলো/শিলি



