কুড়িগ্রামে নেমেছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে কয়েক দিন ধরে শীতের দাপট বেড়ে গিয়ে রাতভর ও ভোরবেলা তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে থাকছে। রবিবার ভোরে রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার অন্যতম সর্বনিম্ন।
জেলায় ভোরের কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে। সকাল পর্যন্ত জমাট শীত থাকলেও দুপুর নাগাদ রোদের তাপে কিছুটা উষ্ণতা ফিরছে। গত কয়েক দিনে তাপমাত্রার এ ধারাবাহিক পতন শীতের তীব্রতা আরও বাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দারা। চারপাশ খোলা আর ভূমি নিচু হওয়ায় এসব এলাকায় ঠান্ডার প্রভাব অনেক বেশি। সন্ধ্যার পর গ্রামাঞ্চলের হাটবাজার ও রাস্তাঘাটে মানুষের স্বাভাবিক চলাচলও কমে গেছে।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা দ্রুত নেমে আসে। রবিবার সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা শীতের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বিআলো/শিলি



