কুমিল্লায় অনুষ্ঠিত সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট ও ওয়ার্কশপ
নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্বকে আরও সুসংহত, কার্যকর ও ভবিষ্যতমুখী করতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো “সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ–২০২৬”। ব্যবসায়িক ভিশন, বাজার সম্প্রসারণ কৌশল এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে এই আয়োজন অংশীদারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, জাহাঙ্গীর জমজম টাওয়ার (লেভেল–৫)-এ দিনব্যাপী এই সামিট ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এবং কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু)।অনুষ্ঠানে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
সামিটে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ব্র্যান্ড ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, পণ্যের মানোন্নয়ন ও দেশব্যাপী বাজার সম্প্রসারণের কৌশল বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমেই টেকসই ব্যবসায়িক সফলতা অর্জন সম্ভব।
পার্টনারস সামিটের অংশ হিসেবে আয়োজিত ওয়ার্কশপ সেশনে অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা, বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী পার্টনাররা তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন, যা ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন পার্টনার বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ধরনের উদ্যোগকে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি। নিয়মিত এ ধরনের সামিট ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিআলো/তুরাগ



