কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৫ নেতা-কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
শনিবার (৮ নভেম্বর) সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিদেশে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় টাকা পাঠিয়ে সরকারবিরোধী কার্যক্রমে উস্কানি দিচ্ছেন। ওই অর্থে স্থানীয়ভাবে মানুষ ভাড়া করে এবং গাড়ি যোগে শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এক মিনিটের ঝটিকা মিছিল বের করা হয়।
পুলিশ সুপার বলেন, “সংক্ষিপ্ত সময়ের এই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশ মুখ রুমাল ও মাস্ক দিয়ে ঢেকে রাখে, যাতে তাদের শনাক্ত করা না যায়। বিদেশে থাকা কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে উস্কানিও দিচ্ছেন।”
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০), আওয়ামী লীগের সহসভাপতি মুকবিল হোসেন (৫৮), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোতোয়ালি উপদেষ্টা পাপন লাল (৫৫), বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নুর তুষার (২৮), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে তাদের আদালতে তোলা হবে।
বিআলো/এফএইচএস



