কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও সমাবেশ ২২ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকাল থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বিকেলে ঢাকায় অনুষ্ঠিত এক যৌথ লিয়াঁজো সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা এবং কুমিল্লা সমিতি ঢাকা-র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, কুমিল্লা বাসীর প্রাণের দাবী কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আন্দোলন শুরু হয়েছে প্রায় ৪০ বছর আগে। বহু আন্দোলন ও সংগ্রামের পরও আজও সেই দাবী পূরণ হয়নি। বক্তারা জোর দিয়ে উল্লেখ করেন, “বর্তমানে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আর শুধুমাত্র দাবী নয়, এটি কুমিল্লার অধিকার। কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে।”
২২ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার লক্ষ্যে সভায় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। নাগরিক পরিষদ কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা এবং কুমিল্লা সমিতি ঢাকা-র নেতারা সকল বৃহত্তর কুমিল্লা বাসীর অংশগ্রহণ কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন—নাগরিক পরিষদ কুমিল্লার সম্মানীত আহ্বায়ক ড. শাহ মোঃ সেলিম, কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক লায়ন মোস্তফা কামাল, সহ সভাপতি আ. কাদির শিকদার, বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ, শ্রমিক দল নেতা মোঃ আলমগীর, জালাল উদ্দিন ভুইয়া, জাকির হোসেন মুকুল, মাহবুবুল আলম ইকবাল, এনামুল হক বাবলু, জিএম ফারুক স্বপন, সোহেল আলম, মুমিনুল ইসলাম, মাজহারুল হক, মাসুম মজুমদার, মিজানুর রহমান পাপ্পু, সাইফুল ইসলাম মজুমদার, আব্দুর রহমানসহ আরও অনেকে।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্বাস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয় করেন নাগরিক পরিষদ কুমিল্লার লিয়াঁজো সমন্বয়ক এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও কুমিল্লা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন শেখ ফরিদ উদ্দিন।
সভায় সবাইকে সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের ঘোষণা দ্রুত বাস্তবায়িত হয়।
বিআলো/তুরাগ