কুমিল্লা সদর সমিতি ঢাকার নতুন নেতৃত্বে আবদুল মতিন-হুমায়ুন কবির
সভাপতি, প্রকৌশলী ড. মো: আবদুল মতিন
সাধারণ সম্পাদক, মো: হুমায়ূন কবির ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় কুমিল্লা সদর সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতি পদে প্রকৌশলী ড. মো: আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক পদে মো: হুমায়ুন কবির ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী দল দায়িত্ব পালন করবে।
গতকাল ইস্কাটনস্থ সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে নতুন নেতৃত্বের নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে সমিতির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা হলেন:
সহ-সভাপতি: অধ্যাপক এনামুল হক খান, ফরহাদ জামান শাহীন, মো: হুমায়ুন কবির
যুগ্ম সাধারণ সম্পাদক: শ্যামল কুমার ভট্টাচার্য, জানে আলম হারুন
সাংগঠনিক সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
সহ-সাংগঠনিক সম্পাদক: মঞ্জিল হোসেন
অর্থ সম্পাদক: মনিরুল ইসলাম
দপ্তর সম্পাদক: আবু হাসনাত অনি
প্রচার ও গণসংযোগ সম্পাদক: সাদেকুল ইসলাম
সমাজকল্যাণ সম্পাদক: গোলাম ফখরুদ্দিন চিশতী
মহিলা বিষয়ক সম্পাদক: এড. সামিরা তাবান্নুম মিঠি
শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: কবির হোসেন
সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক: তাসলিমা আক্তার চুমকি
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সাংবাদিক রানা চৌধুরী, কাজী মনসুরুল হক, হাজী মো: জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, গোলাম মাওলা, অধ্যক্ষ নাজমা বেগম, গোলাম মোস্তফা, মনিরুল ইসলাম খান, ফারুক ভূঁইয়া, ইমরান চৌধুরী, মাহে আলম ভূঁইয়া, আমির হোসেন খান, এড. বি এম ইলিয়াছ কচি, ক্যাপ্টেন মিজান, মোঃ জামান, জহিরুল হক মোহন ও হাসিবুল হাসান জুয়েল।
নতুন কমিটি আগামী দুই বছরের জন্য সমিতির সকল কার্যক্রম পরিচালনা করবে এবং কুমিল্লার সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে।
বিআলো/তুরাগ



