কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ভারত থেকে আসা প্রায় ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সীমান্তের বিবিরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এর বাজারমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করে নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/শিলি