• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুমিল্লা-১ ও ২ আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন 

     dailybangla 
    14th Aug 2025 9:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কুমিল্লা-১ (দাউদকান্দি, মেঘনা) ও কুমিল্লা-২ (তিতাস, হোমনা) নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের খসড়া তালিকায় উক্ত আসন বিন্যাস প্রকাশিত হওয়ায় চার উপজেলার দুই সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

    সম্প্রতি নির্বাচন কমিশনের অভিজ্ঞ টেকনিক্যাল কমিটির প্রাথমিক তালিকায় কুমিল্লা-১ আসনে দাউদকান্দি ও মেঘনা উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত করায় বক্তারা কমিশনকে ধন্যবাদ জানান। তারা দাবি করেন, এই আসন বিন্যাস জনস্বার্থে সঠিক ও বাস্তবসম্মত হয়েছে।

    বক্তারা আরও বলেন, কারও মিথ্যা তথ্য বা ব্যক্তিস্বার্থে এই আসন বিন্যাস পরিবর্তনের চেষ্টা জনস্বার্থবিরোধী হবে। এমন হলে এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

    মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি জহিরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সেক্রেটারি আজিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আঃ মতিন খান, সাবেক চেয়ারম্যান জহিরুল মোল্লা, মিজানুর রহমান, এডভোকেট হাবিবুর রহমান মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031