কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ‘কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত দুই-তিন দিন ধরে সাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে কুয়াকাটার বিভিন্ন অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে সৈকতের গুরুত্বপূর্ণ স্থানগুলো হুমকির মুখে পড়েছে।
তারা অবিলম্বে স্থায়ী ও দীর্ঘমেয়াদি সৈকত রক্ষা প্রকল্প গ্রহণের দাবি জানান।
টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আমাদের সৈকত রক্ষা করা না গেলে পর্যটনশিল্প টিকবে না। তাই অবিলম্বে টেকসই সৈকত রক্ষা প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।’
মানববন্ধনে অংশ নেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুল ইসলাম মন্নান, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সেক্রেটারি হোসাইন আমির, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজ, ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু এবং ভয়েস ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম রনি।
এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, পর্যটক, জেলে, কৃষক ও ব্যবসায়ীরাও মানববন্ধনে অংশ নেন।
বিআলো/শিলি