কুয়াশায় বন্ধ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের ফেরি
dailybangla
07th Jan 2026 11:11 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে শরীয়তপুর ও চাঁদপুরের মধ্যকার নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন ঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি জানান, রাত থেকেই নদী এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বিআলো/শিলি



