কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌ-দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকেই কুয়াশার প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে ওঠে। এতে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না, যা নৌ-চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। দৌলতদিয়া ঘাটে বর্তমানে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার মাত্রা স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার চালু করা হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
বিআলো/শিলি



