কুয়াশা ও তীব্র শীতে নাকাল রাজধানীর খেটে খাওয়া মানুষ
dailybangla
02nd Jan 2026 3:42 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঠান্ডা ও হিমেল হাওয়ায় রাস্তায় বের হওয়া মানুষের কষ্ট বেড়েছে।
রিকশাচালক, দিনমজুর ও ভাসমান শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কাজ কমে যাওয়ার পাশাপাশি শীত সামলানো কঠিন হয়ে উঠেছে। অনেক জায়গায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আপাতত রাজধানীতে শৈত্যপ্রবাহ না থাকলেও কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে সপ্তাহের মাঝামাঝি নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
বিআলো/শিলি



