কুয়াশা কাটতেই দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
dailybangla
05th Jan 2026 11:01 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল ৭টা ১০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় চালু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তার কারণে এই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। ঘাট ব্যবস্থাপক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং তেমন কোনো যানজট নেই।
বিআলো/শিলি



