কুয়াশা থাকলেও ঢাকায় দিনভর তাপমাত্রা বাড়ার ইঙ্গিত
dailybangla
07th Jan 2026 11:20 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বুধবার সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা ঘন হতে পারে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
বিআলো/শিলি



