কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
dailybangla
02nd Oct 2024 11:40 pm | অনলাইন সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে সাজীদ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজীদ কামিরহাট গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সাজীদ দুপুরে কামিরহাট বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল। পথে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সাজীদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিআলো/তুরাগ