• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুষ্টিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    10th Aug 2025 5:34 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন মাহমুদ,কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সকাল ১০টায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, এবং এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ। উক্ত সভায় কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সাম্প্রতিক অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় বিষয়ে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। শুধু পুলিশ বাহিনী নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিককেই আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” সভায় উপস্থিত অন্য কর্মকর্তাগণও বিভিন্ন দিক তুলে ধরেন এবং জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন।
    সভা শেষে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে কুষ্টিয়াকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031