কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৫
dailybangla
03rd Aug 2025 5:36 pm | অনলাইন সংস্করণ
সুমন মাহমুদ,কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। গত শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গেল রাত সাড়ে দশটায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগী বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে তার স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালালে ৫ জনকে আটক করে পুলিশ আটককৃতরা হলেন, ভেড়ামারা মসলেমপুর এলাকার কালু প্রামানিক, ভেড়ামারার ১৬ দাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু মন্ডল, এজাজুল ও রুবেল আলী। তবে এ বিষয়ে, ক্যামেরায় কোনো বক্তব্য বা আটককৃতদের ছবি দিয়ে সহযোগিতা করেনি পুলিশ। তথ্য দিতে এক প্রকার লুকোচুরি আশ্রয় নেয় তারা। পরবর্তীতে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিলো/ইমরান