কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হঠাৎ অভিযান
রোগীদের হয়রানি ও চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে তোলপাড়
সুমন মাহমুদ: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি এবং ডিউটি সময়ে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি তদন্ত দল হাসপাতাল পরিদর্শন করেন।
দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানিয়েছেন, “চিকিৎসা সেবা প্রদানে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং ডিউটি সময়ে চিকিৎসকরা প্রায়শই উপস্থিত থাকেন না। এই অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।”
দলটি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। বিজন কুমার রায় আরও জানিয়েছেন, “সংগ্রহিত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
দুদকের এই অভিযান হাসপাতালের কার্যক্রমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। হাসপাতালের রোগী ও অভিভাবকরা জানিয়েছেন, “দুদকের এই পদক্ষেপ আমাদের জন্য আশ্বাসমূলক। আশা করি, ভবিষ্যতে চিকিৎসা সেবায় যথাযথ পরিবর্তন হবে।”
দুদক জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব অভিযোগ প্রমাণিত হবে, সেগুলো ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালের সেবা ব্যবস্থার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশও মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিআলো/তুরাগ



