কুষ্টিয়া জেলা তথ্য অফিসের কর্মচারীদের ৪০ ঘন্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুমন মাহমুদ,কুষ্টিয়া:কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে অফিসের কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৪০ ঘণ্টার একটি প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসের নিজস্ব সম্মেলন কক্ষে, যেখানে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও তথ্য ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান লাভ করেন।
প্রশিক্ষণে সরকারি তথ্য প্রবাহ, ই-গভার্ন্যান্স, মিডিয়া ব্যবস্থাপনা, জনসংযোগ কৌশল, ডিজিটাল বাংলাদেশ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণটি পরিচালনা করেন সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ, যারা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সমন্বয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষিত করেন।
উল্লেখ্য, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জেলা তথ্য অফিসের সেবার মানোন্নয়ন ও মাঠ পর্যায়ে তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআলো/ইমরান