কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলার পানাম ফুড পার্ক, ফ্রেশ সুপার মার্কেটের চতুর্থ তলায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক জাতীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) ও ফাউন্ডেশনের সভাপতি। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নাজমুল ইসলাম পাটওয়ারী এবং মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের প্রধান শিক্ষক মো. খলিল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে ২৪টি স্কুল ও ৫টি মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. লুৎফর রহমান বলেন, বর্তমান প্রজন্মের মেধাবীরা আগামী দিনে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের কৃতি শিক্ষার্থীরা শুধু নিজেদের পরিবার নয়, গোটা সমাজ ও দেশের জন্য এক বিশাল সম্পদ।
তিনি আরও বলেন, যদি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা, সুযোগ-সুবিধা ও নৈতিক শিক্ষা দেওয়া যায়, তবে তারা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বিআলো/এফএইচএস