কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক: বিতর্কিত মন্তব্যের জন্য অবশেষে আদালতে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। ২০২০ সালের কৃষক আন্দোলন চলাকালে এক বৃদ্ধা প্রতিবাদী নারীকে ভুলবশত শাহিনবাগ আন্দোলনের ‘দাদি’ বিলকিস বানু হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
ভাতিন্দা আদালতে হাজির হয়ে কঙ্গনা বলেন, “কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। পোস্টটি আসলে একটি মিমের রিটুইট ছিল। তবে এতে ভুল ব্যাখ্যা তৈরি হয়, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
তিনি জানান, ওই বৃদ্ধার স্বামীর সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। ২০২০ সালে আন্দোলনের সময় থেকেই কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় কৃষকদের আন্দোলনের সমালোচনা করে আসছিলেন। তার মন্তব্যে শুরু হয় ব্যাপক বিতর্ক ও মামলা।
তবে আদালতে ক্ষমা প্রার্থনার মাধ্যমে দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই।
বিআলো/শিলি



