কৃষি উন্নয়নে অবদানের জন্য মাই টিভি প্রতিনিধি লিয়াকতকে সম্মাননা
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর: কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রা গণমাধ্যম ও জনগণের কাছে তুলে ধরায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাদারীপুরের কালকিনি উপজেলায় মাই টিভির প্রতিনিধি মোঃ জিয়াউদ্দিন লিয়াকতকে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা মাঠপর্যায়ের কৃষি উদ্ভাবন, সাফল্য ও সমস্যা তুলে ধরার মাধ্যমে কৃষি খাতকে সমৃদ্ধ করতে সহায়তা করেন। মোঃ জিয়াউদ্দিন লিয়াকত তার প্রতিবেদনের মাধ্যমে কৃষির অগ্রযাত্রা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
মোঃ জিয়াউদ্দিন লিয়াকত বর্তমানে মাই টিভির পাশাপাশি দৈনিক আমাদের সময় এবং ডেইলি অবজারভার পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
উপস্থিত অতিথিরা তার এই অবদানকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
বিআলো/এফএইচএস