কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। এ ঘটনায় ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র আট মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কাপড় ও বৈদ্যুতিক তারের গুদাম ছিল। ভবনের ওপরের তলাগুলো আবাসিক হওয়ায় বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়।
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, অগ্নিকাণ্ডের শিকার ভবনটির নাম জাবালে নুর টাওয়ার। এটি আগানগর বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থিত। ভবনটির মালিক হাজি ফারুক হোসেন, যিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিআলো/শিলি



