কেরানীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা: নেতাদের সঙ্গে ভোটারদের সরাসরি সংযোগ
মো.জাহাঙ্গীর আলম,কেরানীগঞ্জ: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বাঘাপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ডাকসু ভিপি, চারবারের সাবেক এমপি ও মন্ত্রী আমানুল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। কবুতর ও বেলুন উড়িয়ে শান্তির প্রতীকী বার্তা দেওয়া হয়। পাশাপাশি ডকুমেন্টারির মাধ্যমে অতিথিদের রাজনৈতিক জীবন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়, যা উপস্থিতদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সভায় উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া, যুবদলের সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জিন্নাত আলী, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাফর আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বক্তব্যে আমানুল্লাহ আমান এলাকায় অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরেন। তিনি ভবিষ্যত উন্নয়নের জন্য জনগণের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং জনগণের সমস্যার সমাধানে দলের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
বক্তারা সবাই এলাকার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। উপস্থিত জনতা মনোযোগ সহকারে বক্তব্য শোনেন, আর সভার সমাপ্তি হয় করতালির মধ্য দিয়ে।
বিআলো/ইমরান



